জামায়াত শিবির ও সরকার কোন পথে

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৭ মার্চ, ২০১৩, ০৬:০৯:৫০ সন্ধ্যা

বেশ কিছু যাবত জামায়াত শিবির কর্মকান্ডে দেশের মানুষের মনে শঙ্কা ও উদ্ভেগ দেয়া দিয়েছে। প্রথমে তারা পুলিশের উপর হামলা করেছে, এখন তারা দেশের সম্পদের উপর হামলা চালাচ্ছে। দৃশ্যত মনে হচ্ছে তারা এ দেশের নাগরিক না। অন্যদেশ থেকে এসে যুদ্ধ করতেছে। আরে বাবা তোমরা ক্ষুব্ধ আদালতের রায়ের উপর। যদি তোমাদের কাছে মনে হয়, ট্রাবুনালের রায় ঐ শাহবাগিদের ফোর্স ও সরকারের কারসাজিতে হয়েছে, তাহলে আপিলে যাও আর সরকারের বিরোদ্ধে আন্দোলন কর। দেশের সম্পদ নষ্ট করতেছ কেন। বিদ্যুত কেন্দ্র, জানবাহন, রেলের বগি, থানা ইত্যাদি জ্বালাচ্ছ কেন। তোমাদের কি আন্দোল দেশের বিরোদ্ধে? না দেশের মানুষের বিরোদ্ধে? যদি তাই হয় তাহলে ঠিক আছে। তোমরা দেশের শত্রু জাতির শত্রু, তোমাদের আরো কঠিন শান্তি হওয়া উচিত। তোমাদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার নাই। আর যদি তোমার আন্দোলন ট্রাইবুনালের বিরোদ্ধে তাহলে আপিল কর।যদি হয় সরকারের বিরোদ্ধে তাহলে তোমরা হরতাল কর, মানববন্ধ কর, না হয় ঢাকা ও চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষের গন জামায়েত কর। এতে যদি সরকার হামলা করে, গুলি করে, করুক এদেশের মসুলমানরা ইসলাম রক্ষা করার জন্য প্রাণ দিতে প্রস্তুত। যত মানুষ রায়ের পর পুলিশের গুলিতে মারা গেছে ততজন মানুষ যদি গনজমায়েতে হত্যা করলে এত দিনে সরকারের টনক নড়তো। মানবাধিকার সংস্থার কমিশনার এর মতে গনহত্যা হত। এয়ারপোর্ট মার্কা তথাকথিত বুদ্ধিজীবিরা বলতো পুলিশ মানুষ হত্যা করতেছে, কোন পাখি নয়। আমরা সাধারণ মানুষ রাজনীতি র বুঝি না। কিন্তু এটুকু বুঝি, বিগত ৩ মাস পূর্ব থেকে আমাদের পুলিশকে অযথা হামলা করে তাদের মানসিক ভাবে ক্ষেপিয়ে , সরকারকে কঠোর করে, গ্রাম গঞ্জে নিরিহ শিশু ও নারীসহ অসংখ্য মসুলমানকে পুলিশে হাতে পাখির মত গুলি করানটা কোন রাজনীতি নয়।

অন্যদিকে সরকার বাম ও তথাকথিত প্রগতিশীলদের পরামর্শে, মুক্তিযুদ্ধে চেতনার নামে সংবিধান সংশোধন করে এ দেশ থেকে ইসলামী দল তথা ইসলামকে নির্মুল করার জন্য জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার যে পায়তারা করতেছে তাও হিতে বিপরিত। আওয়ামীলীগ সরকার কি মনে করে যে, ইসলামী দল নিষিদ্ধ করার নিরিহ মানুষ হত্য করে ক্ষমতায় টিকে থাকতে পারবে তাও কিন্তু ভ্রম। জেগে জেগে স্বপ্ন দেথা। এক মাঘে কি শিত যায়?

প্রতিদিন কোন না কোন জায়গায় মানুষ হত্যা করতেছে ।এই নিরিহ মানুষগুলোর প্রাণের কি কোন মূল্য নাই। যে মানুষ গুলো মারা গেল তাদের বাবা জায়গায়, মায়ের জায়গায়, স্ত্রীর জায়গায়, ভাইয়ের জায়গায় আপনাদেরকে রেখে একটু ভাবুনতো একটু এমিজিং করুনতো যে, আপনার সন্তানকে, আপনার স্বামীকে, আপনার ভাইকে পুলিশ হত্যা করেছে, আপনার কাছে কেমন লাগে! আমি তো পুলিশকে মিছিলকারীদেরকে ধরে এনে লাত্থি দিয়ে গুলি করতে দেখেছি, দেখেছি ধরে এনে মাথায় গুলি করতে তাদের পাছায়, পিঠে গুলি করতে। এই কোন দেশে বাস করছি। যাদেরকে পুলিশ গ্রেফতার করে হাজতে নিতে পারতো অথবা তাদেরকে জেলে নিয়ে হাড্ডিগুড্ডি ভেঙ্গে দিতো পারতো তা না করে সরাসরি গুলি করে হত্যা! এরা কি মানুষ না কসাই! এই ন্যাক্কার জনক হত্যার অবিলম্বে ইতি চাই । এই হত্যার বিচারের কাঠগড়ায় আপনাদেরকেও দাঁড়াতে হবে। ক্ষমতায় আছেন এর অর্থ কিন্তু দেশের মালিক হয়ে গেছেন? তা কিন্তু নয়।

বিষয়: বিবিধ

৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File